কলকাতা- সকালের বাংলা ডেস্কঃ ধূমধাম করে হয়ে গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার রিসেপশন। স্বভূমির রাজকুটে দুই বাংলার এই তারকা জুটির রিসেপশনে বসেছিল তারকাদের মেলা।
রিসেপশনে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী, অনির্বাণ ভট্টাচার্য, সৌরসেনী, মাধবী মুখোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলাম, রুদ্রনীল ঘোষ, অপর্ণা সেন, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল ও বরখা ও আরও অনেকে।
রিসেপশনের মেনুতেও ছিল চমক। দেখে নেওয়া যাক কী কী ছিল সেই মেনুতে-
পিস পোলাও
রুটি
ডাল মাখানি
আলু ফুলকপির দন
পনির মাখানি
ফিশ ওরলি
কুলচা
কাবাব
চিংড়ির মালাইকারি
মুর্গ জাফরানি কুর্মা
ঠাকুরবাড়ির কষা মাংস
কাঁচাগোল্লা
মিষ্টি দই
নানারকমের সালাড
এদিন মিথিলা একদম নতুন কনের মতোই লাল রঙের শাড়ি পরেছিলেন আটপৌড়ে কায়দায়। আর সৃজিত একটি প্রিন্টেড পাঞ্জাবির সঙ্গে লাল রঙের ধুতি পরেছিলেন। স্বভূমির রাজ কুটিরে এই বিরাট আয়োজন করেছিলেন নবদম্পতি।