মানিক খাঁনঃদর্শনা প্রতিনিধি:
একটি মিছিলের হুংকারে একটি দেশের ভ্রুন জন্ম নেয়ার ইতিহাস আমি জানি তালগাছ আমার টাইপ মন মানসিকতা সম্পূর্ণ লোকজনের সাথে যুক্তি তর্কে অতিতেও কেউ কোনদিন পারেনি, ভবিষ্যতেও পারবে না।ওরা সবসময় অপরাজিত ছিল এবং থাকবে ।যেখানে সবুজ শিশুরা ভাল নেই, যেখানে সৌখিন মায়েরা অসহায়, সেখানে আমি একজন সুখবাদী মানুষ। পৃথিবীর সব মানুষ অসাধারন হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়ত সাধারন মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। মাঝেমাঝে এমনও হয় যে, হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে।ভালবাসা মানে হল অভিমান করে অপেক্ষা করা , হতাশা মানুষের ভাগ্যকে কপাল থেকে হাতের রেখায় নামিয়ে নিয়ে আসে , শুনেছি দেয়ালেরও নাকি কান আছে কয়েকদিন পর শুনব দেয়াল হল আরেক প্রজাতির মানুষসাপ প্রেমে পড়ার পর বিষাক্ত হয়ে উঠে, এর আগে সে বিষহীন থাকেপ্রতিদিন মনে হয় এই বুঝি শেষ,তারপর দেখি,আবার নতুন করে শুরু ইদানিং শরীর এক জায়গায় আর মাউন্ড আরেক জায়গায় থাকেমাউন্ড যখন সারাদিন ঘুরাঘুরি করে ক্লান্ত হয়ে রাতে শরীরের কাছে ফিরে, তখন শরীর নাক ডেকে ঘুমায়।মাউন্ড বাথরুমের লাইট অন করতে করতে বলে শালা শরীর তুইও আমায় বুঝলি না আমার মাঝেমাঝে মনে হয় মানুষ সুখ থেকে দুঃখটারে বেশি এনজয় করে !
