গাজিপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলায় ৪৮ জনসহ মোট ৩১৭ ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
প্রসঙ্গঃ বাংলাদেশের অধিকাংশ শিল্প কারখানা গাজীপুর
হওয়ার জন্য ঘনবসতির এবং বিভিন্ন জেলা যেতে হলে এই গাজীপুর হয়ে যেতে হয় । যার কারণে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ করতে গিয়ে করোনা সংস্পর্শে আসার কারণে পুলিশ বাহিনী আক্রান্ত হয়েছে। ঢাকা গাজীপুর পাশাপাশ থাকায় দ্রুত করোনাভাইরাস টি সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে দ্রুত করোনাভাইরাস টি সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, গত ১৯ ও ২০ এপ্রিল ঢাকার পাঠানো নমুনা পরীক্ষা শেষে গাজীপুর সদর উপজেলায় ২৪ জন, কালিগঞ্জ উপজেলায় ১৪ জন, শ্রীপুর উপজেলায় ৬ জন ও কালিয়াকৈর উপজেলায় ৪ জনের দেহে করোনা পজেটিজ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১০৯ জন গাজীপুর সদর উপজেলায়।
এছাড়া, কালিগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ২৯ জন ও শ্রীপুর উপজেলায় ২০ জন করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীও রয়েছেন।