ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
দেশ বিদেশে এক সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী মুজিব পরদেশীর ভালুকা, ময়মনসিংহ অবস্থান রয়েছে । তিনি পল্লী গান সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন । তাঁর কন্ঠে গান শুনেননি এ রকম মানুষ খুব কম পাওয়া যাবে- যেমন কলমে নাই কালি’, আমি বন্দী কারাগারে’;সাদাদিলে কাদা’, তোমায় আমি হলেম অচেনা’,আমি কেমন করে পত্র লিখি’,‘আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ’ কান্দিস নারে বিন্দিয়া,এমন অসংখ্য গান এখনো রেকর্ডিং আছে । মুজিব পরদেশীর শ,শ, গান,টেপ রেকর্ডেও চলতো এক সময়। কিন্তু হঠাৎ তিনি চলে যান লন্ডনে সেখানেপুরো এক যুগ ছিলেন বলে তথ্যে জানা যায়। বতর্মান তিনি ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও স্থায়ী আবাস গড়েছেন। বিনয়ী এক জন মানুষ-তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করার পর চাকরী নিয়ে বিভিন্ন জেলার,ডিসি,ও সচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। সরকারী দায়িত্বের পাশাপাশি তিনি সঙ্গীত চর্চা করেতো। গতকাল ভালুকায় হঠাৎ আরাফাতের সঙ্গে দেখা হলে কেমন আছেন বলে,মত বিনিময় করেন মুজিব পরদেশী সাহেব। উচু মাপের মানুষ, তবো কোন প্রকার অহংকার নেই,ব্যবহার খুবই নম্র,ভদ্র। তার প্রমাণ ও নমুনা সেলফি ছবি।
