ইসমাইলুল করিম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলা লামা উপজেলা এই প্রথম একটি দৈনিক পত্রিকার সূচনা হলো। (৪ অক্টোবর২০ইং রবিবার সন্ধ্যায়) শহরের প্রেসক্লাব গলিতে অবস্থিত হোটেল কুটুম বাড়ীর হলরুমে প্রকশনা অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে প্রকাশক মঞ্জুরুল কাদের। লামা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জুম ঝর্ণার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো, জহিরুল ইসলাম।
প্রধান অতিথি পৌর মেয়র আশাবাদ ব্যাক্ত করে বলেন, সদাশয় সরকারের জনবান্ধব উন্নয়ন কাজ বাস্তবায়নে এতদাঞ্চলে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের সমচেতণাকে সংবাদ কর্মিরা মুল্যায়ন করতে হবে। তিনি পত্রিকাটির পথ চলায় সবাইকে সহযাত্রি হওয়ার আহবান জানান।
প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, পত্রিকাটি এই উপজেলার ইতিহাস-ঐতিহ্য প্রচারে ভূমিকা রাখবে। একই সাথে সাংবাদিকতার উৎকর্ষ চর্চার ক্ষেত্র তৈরি হলো। লামা উপজেলায় প্রকাশনাসহ ক্রীড়া, সংস্কৃতি জেগে উঠে, কখনো ঝিমিয়ে পড়ে। ঝিমিয়ে পড়ার কালচার থেকে মুক্তির অঙ্গীকার ব্যাক্ত করেন বক্তারা।
মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক দক্ষিণ চট্টগ্রামের বীর শহীদ আবদুল হামিদের ছোট ভাই দৈনিক জুম ঝর্ণার প্রকাশক মঞ্জুরুল কাদের বলেন, প্রত্যেকের সহযোগিতায় পত্রিকাটি এলাকার উন্নয়ন সম্ভাবনা প্রকাশের পাশাপাশি সংবাদ কর্মিদের পেশাগত মানোয়ন্ননের ক্ষেত্র সৃষ্টি করতে সক্ষম হবে।
প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন, মিল্কি রানী দাশ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান, রিপোর্টার ক্লাব সভাপতি মো: রফিকুল ইসলাম,সাংবাদিক ফোরম সভাপতি ইউছুপ মজুমদার, সিনয়ির সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দিন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন সহ প্রমূখ।