মো: বাবুল হোসেন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের “বটতলি হাট সৃজনশীল যুব সংঘের আয়োজন “মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে” সামাজিক দুরত্ব বজায় রাখে স্বাস্থ্য বিধী মেনে সাধারন মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিtত। উক্ত অনুষ্ঠানে বাবু সূনীল চন্দ্র বর্মন এর সঞ্চয়ালয়নের সভাপতিত্ব করনে উক্ত ক্লাবের সভাপতি বাবু পরীক্ষিত চন্দ্র বর্মন সুজন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জনাব মাজেদুর রহমান বকুল,প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চগড়,সাধারন সম্পাদক বলরামপুর ইউনিয়ন শাখা আওয়ামীলীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তি যোদ্ধা দেবীচরন বর্মন,ও বীর মুক্তি যোদ্ধা খগেন্দ্রনাথ বর্মন।(১৬ই অক্টোবর) শুক্র বার সকাল নয়টা (৯.) থেকে সারাদিন ব্যাপি এ চিকিৎসা সেবা সাধারন মানুষের জন্য চালু থাকবে।চিকিৎসা সেবা সমুহ রক্তের গ্রুপ নির্ণয়,(৩৫০জন)।ডায়াবেটিস পরিক্ষা (১০০জন)। ও বিনামুল্যে ঔষধ প্রদান কর হবে (১০০ জন কে)।
চিকিৎসা সেবায় আছেন ডা:নব কান্ত রায়,এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), সিসিডি ডায়াবেটোলজি(বারডেম),পিজিটি (মেডিসিন)।
