মোঃ রাজু আহাম্মেদ প্রতিনিধি সখিপুর,টাংগাইল
সুজলা সুফলা শষ্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা। আমাদের এই দেশ কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষি কাজ করে থাকে।বিশেষ করে গ্রাম বাংলার মানুষ কৃষি কাজ বেশি পছন্দ করে থাকে। বর্তমানে ধানের দাম বেশি থাকায় লাভবান হওয়ার আসায় মুখ ভরা হাসি নিয়ে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকরা। টাংগাইল জেলার সখিপুর থানার ইছাদিঘী গ্রামের কৃষকেরা সোনালী ফসল ঘরে তুলছে আর তা দিয়ে গোলা ভরছে তারা। অপরদিকে দীর্ঘদিন কর্মহীন ছিলে যে কৃষিশ্রমিকেরা, তাদেরও বড় খোশ মেজাজ। তাদেরও আয় রোজগার এর পথ খুলে দিয়েছে মাঠ ভরা সোনালী ধান। ধানের বাড়তি দাম কৃষকদের করে তুলছে আশাবাদি। কৃষকরে দাবি যাতে করে হঠাৎ বাজার মূল্য কমে না যায়।তা হলে তারা হ্মতির সম্মুখিন হবে বলে জানিয়েছে।