স্টাফ রিপোর্টারঃ
পাবনায় সন্ধার পর শিক্ষার্থীরা দলবেধে রাস্তায় যত্রতত্র আড্ডা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
পুলিশ সুপার বলেন, সন্ধ্যার পর স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেরা দলবেধে রাস্তায় যত্রতত্র আড্ডা দিচ্ছে, মোটরসাইকেল মহড়া করেছে এবং অনেক ক্ষেত্রে মাদক গ্রহন ও নিজেদের মধ্যে মারামারির মত অপরাধে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, দেশের ভবিষ্যত প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষার লক্ষ্যে এখন থেকে জেলা পুলিশের উদ্যোগে সকল থানায় এই ধরনের কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলবে।
পুলিশ সুপার আরো বলেন, সন্ধ্যার পর আপনার স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের বাহিরে অবস্থান কে নিরুৎসাহিত করুন, আইন শৃংখলা রক্ষায় পাবনা জেলা পুলিশকে সহায়তা করুন।