সমরেশ রায়, মিতালী দাস,কলকাতা থেকে,,,শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষা র্কর্মীরা সকাল এগারোটা সময় শহীদ মিনারের মাঠে মঞ্চ করে জনসভা করেন, ,মৈদুল ইসলামের নেতৃত্বে, উপস্থিত ছিলেন, মঞ্চে সুপ্রিম কোটের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, এ,পি,ডি,আর, এর রঞ্জিত শূর, এবং শিক্ষক মঞ্চের, ছবি চাকী সহ অন্যান্যরা, বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী সভায় জমায়েত হন, মঞ্চ ছিল তিন দিনের ধরনা মঞ্চ, মঞ্চে কিছুক্ষণ সভা চলার পর, সভা মঞ্চ থেকে ঘোষনা করেন, নবান্ন অভিযানের, এবং বলেন মিছিল চলা কালীন যদি পুলিশ বাধা দেয় ও লাঠি চালায়, আমরাও পালটা জবাব দেব, কিছুটা মিছিল যাওয়ার সাথে সাথে পুলিশ আটকানোর চেষ্টা করে, তখনি শুরু হয়ে যায় গণ্ডগোল, পুলিশের সাথে ধস্তাধস্তি, ফোট উইলিয়ামের সামনে আটকে দিলে ,কিছুক্ষণ চলে উভয়ের মধ্যে গণ্ডগোল, পুলিশ যেতে না দেওয়াই,পুনরায় ফিরে আসে ধরণা মঞ্চে, এবং অনসনে বসেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত ধরণা চলবে, মাইনে থেকে পেনশন পর্যন্ত কুড়ি দফা দাবি তুলে ধরেন।
