নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়া ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে মোঃ রবিন প্রামাণিককে বহিস্কার করেছে সংগঠনটি।
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় রবিন প্রামাণিকের মাদক সেবনের চিত্র প্রকাশিত হয়, এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০২১ইং) তারিখ সাংগঠনিক নিয়মে তাকে দল থেকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল ও আশুলিয়া থানা সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীগণ অনেকেই বলেন, মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীর কোনো স্থান নেই দলে। দলের সুনাম নষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে তারা জানান।