মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে গুলশান আলম প্রধানের চা বাগান ও ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে দৃব্যত্তরা।
গত ১৮ জানুয়ারী গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার লংকুড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়,গভীর রাতে গুলশান আলম প্রধানের ঘরবাড়ি ও পাশ্বে থাকা চা বাগানের দৃব্যত্তরা আগুন লাগিয়ে দেয়।
এসময় ঘরের থাকা লোকজন চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে আসে পাশের লোকজন এসে ঘর থেকে পরিবারের লোকজনদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়।
তাৎক্ষনিক ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুলশান আলম প্রধান জানান,গভীর রাতে দৃব্যত্তরা আমার ঘর ও চা বাগানের কিছু অংশ জ্বালিয়ে দিয়েছে।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।