হেলাল শেখঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, এবং দোয়া করেন। রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়াসহ সারাদেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দেশবাসী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সেই সাথে সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন। রবিবার (২১ফেব্রæয়ারি ২০২১ইং) প্রথম প্রহরে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর, শ্রীপুরসহ দেশের প্রতিটি এলাকায় শহীদ মিনার চত্বরে গিয়ে সারা দেশের মানুষ ভাষা শহীদদের প্রতি বিনম্ধসঢ়;্র শ্রদ্ধা জানিয়ে তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। জাতীয় দৈনিক চৌকস পত্রিকার সহ-সম্পাদক আবুল কাশেম বলেন, আমরা প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি জাতিকে সম্মান ও শ্রদ্ধা জানাতে হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রæয়ারি আমি কি তা ভুলতে পারি..। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, একটি কবিতাঃ-একুশ আমার নয়ন মনি স্বপ্ন সুখের আশা, জন্ম থেকে শোনা বুলি মায়ের মুখের ভাষা। একুশ আমার ভোরের দোয়েল পাখির মিষ্টি সুরের গান, ন্যায়ের যুদ্ধে বাংলা ভাষার জন্য শহীদ হওয়া বীর বাঙ্গালির মান। একুশ আমার বুকের মানিক আঁধার ঘরের আলো, বাধার পাহাড় আসে আসুক বাসবো তারে ভালো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি আরও বলেন, ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তারা হলেন রফিক, বরকত, জব্বার, সালামসহ আরও অনেকে। আমাদের সবাইকে ভাষা শহীদসহ সকল শহীদদের প্রতি সম্মান, শ্রদ্ধা নিবেদন ও দোয়া করতে হবে। কারণ, তাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি, জয় বাংলা।
