আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ি আনারসের বাগান হতে মোঃ হাসান সেখ (২৫) নামের এক সিএনজি চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে নতুন ফুলবাড়ী আনারস বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে আছে।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা আক্তার এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৮/৯ দিন আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত সিএনজি চালক পৌরসভার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার সেলিম সেখের বড় ছেলে।
নিহত ছোট ভাই গৌরব জানান, গত (১৭ ফেব্রুয়ারী) বড় ভাই সিএনজি নিয়ে সকালে বের হয়। তার পর থেকে তাকে আর কোথায় খোঁজাখুজি পাওয়া যায়নি।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।