আমরা ৮৬’এস.এস.সি ব্যাচ সিরাজগ‌ঞ্জ এর পক্ষ থেকে  শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ


সকালের বাংলা প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন / ১৯৬
আমরা ৮৬’এস.এস.সি ব্যাচ সিরাজগ‌ঞ্জ এর পক্ষ থেকে  শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
আসুন  শীতার্ত অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াই এই শ্লোগান  সামনে রেখে আমরা ৮৬’ এস.এস.সি ব্যাচ সিরাজগ‌ঞ্জ
এর পক্ষ থেকে ৩ শত ৫০ জন অসহায় ও দুঃস্থ  ছিন্নমূল  শীতার্ত মানুষূের  মাঝে শীতবস্ত্র  কম্বল বিতরণ করা হয়েছে।
শ‌নিবার (২৬ জানুয়ারী) বেলা সাড়ে  ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া ঈদগাঁ ময়দানে সিরাজগঞ্জের ১৯৮৬’ সালের এস.এস.সি ব্যাচ এর  উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণ কালে আমরা ১৯৮৬ এস.এস.সি ব্যাচ সিরাজগঞ্জ এর সভাপ‌তি মাহবুবে খোদা টুটুল সহ-সভাপ‌তি মাসুদ রানা, আব্দুল আজিজ, সাজেদুল কবির  লিটন,  আমজাদ হোসেন , সাধারণ সম্পাদক আব্দুস সালাম মামুন, সহ সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইমন ,  সাংগঠনিক সম্পাদক, মঞ্জুর শাহিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম,
সদস‌্য আব্দুর রহমান, আব্দুল হালিম, কাউসার আহমেদ,  আব্দুল মমিন, শোভন তালুকদার, স্বপ্না হাবিব, আল্পনা, মাসুদুর রহমান, শামীম আহমেদ, ফিরোজ আহমেদ, গোলাম মাহবুব, হামিদ আল মাঝি সহ অন্যান্য বন্ধুরা উপ‌স্থিত থেকে এই  কম্বল বিতরণ করেন।