1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
শিরবাম:
ফিলিং স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩, নিহত ১ শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে : মাহবুবুর রহমান হায়দার পাইকগাছা মানবাধিকার উন্নয়ন কেন্দ্রে বিশ্বমানবাদিকার দিবস পালন ২নং গাজীপুর ইউনিয়নে অর্থনৈতিক শুমারির শুভ উদ্বোধন করেন নিযুক্ত চেয়ারম্যান মাহবুব আলম। বেলকুচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ও শাক-সবজি বীজ  বিতরণ কার্যক্রমের উদ্বোধন  উলিপুরে ছাত্রলীগ ও মৎস্যজীবীলীগের ৩ নেতা গ্রেপ্তার লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও লাঞ্চিত করার অভিযোগ বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল  সিরাজগঞ্জে ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষদের ফুড প্যাকেজ বিতরণ  আন্দোলনে নিহত ও আহত পরিবারকে দেওয়া হলো আর্থিক সহায়তা

আশুলিয়ায় এক পোশাক শ্রমিক গৃহবধূকে গলাকেটে হত্যা-র‍্যাব কর্তৃক হত্যাকারী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩২ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগে শহিদুল ইসলাম বিদ্যুৎ নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৪।

 

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগ মিয়ার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব- ৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।

 

নিহত সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। তাদের আড়াই বছরের এক মেয়ে সন্তান রয়েছে। তারা ৩ জনেই ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। নিহতের স্বামী মাসুদ রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

 

আটককৃত শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একই একই বাসায় পাশের রুমেই ভাড়া থাকতেন। পেশায় ছিলেন পোশাক শ্রমিক।

 

বাড়ির মালিকের স্ত্রী জানান, সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল শহিদুল ইসলাম।

 

বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া মো. সবুজ বলেন, বাড়ির মালিক ডাকলে আমি আমার রুম থেকে বের হয়ে ঐ রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই।

 

র‍্যাব জানায়, গত ১ বছর ধরে একই বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকার সুবাদে সুমাইয়া আক্তারের সাথে বিদ্যুৎ পরিচিত। পরিচয়ের পর থেকেই সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যুৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে সুমাইয়ার গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পরলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।

 

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার কথা স্বীকার করেছে বিদ্যুৎ। সে প্রেমে প্রত্যাখান হয়ে এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

 

তিনি আরও বলেন, এক বছর ধরে উত্যক্ত করে আসছিল। কিন্ত গৃহবধূ প্রত্যাখ্যান করায় তাকে ধারালো ছুরি দিয়ে গলায় কয়েকটি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews