สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
আশুলিয়ায় মাদক বিক্রি নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা-৬ জনকে গ্রেফতার! - সকালের বাংলা
ঢাকাThursday , 27 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় মাদক বিক্রি নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা-৬ জনকে গ্রেফতার!

সকালের বাংলা
February 27, 2025 3:45 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় মাদক বিক্রয় নিয়ে বিরোধের জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ঘন্টার মধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারী২০২৫ইং) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মোমেনুল ইসলাম মোমিন (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। তিনি পরিবারের সাথে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল বসুন্ধরা চাড়ালপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আটককৃতরা হলেন- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার সুরুজের ছেলে মোহাম্মদ নাজমুল (১৮), একই এলাকার হারুন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আসিফ (২২), দক্ষিণ গাজীরচট এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. আলিফ (১৮), একই এলাকার সোহেল মিয়ার ছেলে রমজান (২৬), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্ব পাড়া এলাকার দৌলত মিয়ার ছেলে মো. ইব্রাহিম (৪৮) এবং বাকী একজন কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রুবেল বিভিন্ন সময় মোমিনকে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়। মোমিন তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরে রাতে রুবেলের নেতৃত্বে একটি গ্রুপ মোমিনকে কুপিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী ইমরুল হাসান বলেন, রাতে তিনি মোমিনের সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে ঘটনাস্থলের পাশের একটি চটপটির দোকানের সামনে রুবেল ও তার অনুসারীদের দাঁড়িয়ে থাকতে দেখে মোমিনকে দৌড়ে পালাতে বলেন। মোমিন দৌড়ে পালানোর সময় পড়ে যায়। এ সময় তারা তাকে প্রকাশ্যে রাস্তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শামিম হোসেন বলেন, কিশোর গ্যাং তৈরির কারিগর রুবেল হোসেন রাতে মোমিনকে হত্যার আগে, তার বাসায়ও হামলা করেছিল।

নিহতের স্ত্রী বিউটি আক্তার বলেন, রুবেল মাদকের ব্যবসা করতো। সে আমার স্বামীকে মাদক বিক্রির প্রস্তাব দিয়েছে, সে রাজি হয় নাই৷ পরে আমাকেও প্রস্তাব দিয়েছে আমিও মানা করে দিয়েছি। পরে হুমকি দিয়েছে আমাকে, তা না শোনায় পরে বলেছে, একবারে মেরে দিমু। পরে একবারে মেরে ফেললো। আমি এই হত্যার বিচার চাই।

পুলিশ জানায়, হত্যাকান্ডের ১ ঘন্টার মধ্যে থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করতে সক্ষম হয়। এদের মধ্যে নজরুল ও আসিফ নিজে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, গতকাল রাত ১১টার দিকে বাইপাইল বসুন্ধরা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রুবেলের নেতৃত্বে মোমিন নামের একজনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে সে মারা যায়। পরে আমরা অভিযান চালিয়ে ৬ জনকে আটক করি। আটকরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এই ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।