ইংরেজী নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা  ও অভিনন্দন জানান  এনডিপি 


সকালের বাংলা প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন / ১৫৬
ইংরেজী নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা  ও অভিনন্দন জানান  এনডিপি 
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:  ২০২৪ এর আগমন উপলক্ষে সবাইকে ইংরেজ ২০২৪ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপি
রবিবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে এনডিপির, চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা  ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।  ১ জানুয়ারী প্রতিবছর নতুনভাবে, নতুন উদ্যমে হাজির হয় । পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নতুন বছর ।
তারা বলেন, অতীতের অভিজ্ঞতা ও ব্যর্থতা ভুলে, ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সুন্দর আগামীর প্রত্যাশা করতে পারি।  ২০২৩ সালের তিক্ত অভিজ্ঞতা যেমন বেদনার্ত করবে আবার অন্যদিকে নুতন উদ্যমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে। বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি একযোগে কাজ করতে হবে।
তারা আরো  বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বেই প্রবাহিত আসুক শান্তির অমিয় ধারা।
২০২৪ সালের বড় চ্যালেঞ্জ ভোটার! ক্ষমতায় যারা আছেন তারা ভোটারদের ভোট কেন্দ্রে আনতে চায় অন্যদিকে বিরোধী দলের সবায় ভোটারদের ভোট কেন্দ্রে না আসার জন্য নানা কর্মসূচি পালন করেছেন। আগামী ৭ জানুয়ারীর ভোটারদের সঠিক সিদ্ধান্ত গড়ে উঠবে আগামীদিনের নতুন বাংলাদেশ।
সবাইকে আবারো এনডিপির পক্ষ থেকে নতুনবর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।