ঢাকাSaturday , 24 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে নিজ জমিতে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সকালের বাংলা
August 24, 2024 1:50 pm
Link Copied!

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতের আগাছা(নিড়ানি) পরিস্কার করার সময় বিদ্যুৎপৃষ্টে এমদাদুল হক(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমদাদুল তবকপুর ইউনিয়নের জহুরিয়া পাড়ার পনির উদ্দিন মাস্টারের ছেলে। জানা গেছে, শনিবার(২৪ আগস্ট) দুপুরে তবকপুর ইউনিয়নের কাজলডাঙ্গা এলকায় নিজ ধান ক্ষেতের আগাছা (নিড়ানি) পরিস্কার করার সময় জমিতে পড়ে থাকা সেচ পাম্পের তারে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন এমদাদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, এমদাদুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।