ঢাকাMonday , 29 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার: মূলহোতা গ্রেফতার

সকালের বাংলা
January 29, 2024 3:01 pm
Link Copied!

জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রমের উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার করে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শরিফ তবকপুর ইউনিয়নের বামনের হাট এলাকার ফজলার রহমানের পুত্র।

 

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের জকরিয়াপাড়া এলাকার এরশাদুল হকের বাড়ী থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। সোমবার(২৯ জানুয়ারি) দুপুরে এই সংক্রান্তে থানায় একটি মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ ঘন্টার মধ্যে দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় থেকে চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে। এবং তার হেফাজতে থাকা অটোরিকশাটি উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।