উল্লাপাড়ায় হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ 


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৩, ৩:১০ পূর্বাহ্ন / ২০৮
উল্লাপাড়ায় হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৭০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম জানান, গত (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ০৮.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামারচর নিউ রুপালী হোটেলের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীঃ বগুড়া জেলার শাজাহানপুর থানার রহিমাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে আহসান হাবিব রায়হান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লেঃ কমান্ডার বিএন

কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাশেম সবুজ