আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কৃষি ইউনিটের উদ্যোগে – প্রাণিসম্পদ খাতের উন্নয়নে লেয়ার মুরগী, পেকিং হাঁস এবং বাউ মুরগীর বিষয়ক বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণির স্টেকহোল্ডারদের উপস্থিতিতে এ কর্মশালার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও বিপণনের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা হয়েছে, যা খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।
রবিবার (২২ জুন) সকাল ৯ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল বাজারে অবস্থিত এনডিপি কৃষি ইউনিট অফিসে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃত্তিম প্রজনন দপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিপি জোনাল ম্যানেজার মোঃ গোলাম মোস্তফা , এনডিপি’র প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, শাখা ব্যবস্থাপক বেলাল হোসেন, সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সবুজ হোসেন এবং প্রাণিসম্পদ পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করেন।
বাজার সংযোগের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি এবং স্থায়ী বিপণন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় উৎপাদকদের বাজার ব্যবস্থার সাথে কার্যকর সংযোগ স্থাপন, বিপণন কৌশল বিষয়ক ধারণা প্রদান এবং বাজার বিশ্লেষণ, সরবরাহ ব্যবস্থাপনা, অনলাইন প্লাটফর্মের ব্যবহার বিষয়ে ধারণা প্রদান করা হয়। এর মাধ্যমে অংশগ্রহনকারীরা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন। পাশাপাশি কর্মশালার মাধ্যমে নতুন ধারণা ও কৌশল শিখে অনুপ্রাণিত হন। বক্তারা ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মধ্য দিয়ে স্থানীয় উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন আরো গতিশীল হবে বলে মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অধিক সংখ্যক খামারীদের দোরগোড়ায় প্রয়োজনীয় তহবিল এবং লাগসই প্রাণিসম্পদ ভিত্তিক প্রযুক্তি ও সেবাসমূহ পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশন (পিকেএসএফ) কৃষি ইউনিট গঠন করে।