কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উত্তীর্ণ ৭’শ ৮২ জন


সকালের বাংলা প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন / ১২৭
কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উত্তীর্ণ ৭’শ ৮২ জন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

 

লক্ষ্মীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথমদিনে ৭’শ ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

 

১ হাজার ৮’শ ৪ জন প্রার্থীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তারা উত্তীর্ণ হন।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়।

 

পরবর্তীতে রাতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

লক্ষ্মীপুর জেলা পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লক্ষ্মীপুর জেলায় ২৯, ৩০ ও ৩১ অক্টোবর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এ ৩ ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ১৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত পরীক্ষা অংশ নেবেন।

 

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ২৪ নভেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশ নেবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ঢাকা পুলিশ সুপার, (এমআরটি) সুমন আহমেদ শাওন।

 

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ্, মো. রিজওয়ান সাঈদ জিকু, অতিরিক্ত পুলিশ (লক্ষ্মীপুর) মো. আবু বকর ছিদ্দিক, হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, (রামগতি সার্কেল) মো. রকিবুল হাসান, (পুলিশ লাইন্স) আরআই মো. নজরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যরা।

 

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, সেবার ব্রতে চাকরি এবার এ স্লোগানকে বুকে ধারণ করে সুষ্ঠুভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।