কাজিপুরে কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত 


সকালের বাংলা প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৩:০০ অপরাহ্ন /
কাজিপুরে কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত 
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
প্রাথমিক শিক্ষার  মান উন্নয়ন ও  ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি   প্রাথমিক বিদ্যালয়ে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলার ২৪ নং কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে,
বুধবার (৯এপ্রিল) দুপুরে  বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত  মা সমাবেশের সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ   জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ  হারুন অর রশিদ। এতে সভাপতিত্ব করেন,  সহকারী শিক্ষা অফিসার  মাসুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন , কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মোঃ   হাবিবুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, হাবিবুর রহমান প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলার   উপ-সহকারী শিক্ষা অফিসার  মোঃ  আবু সাইদ, সংশ্লিষ্ট  বিদ্যালয় প্রধান শিক্ষক, আশরাফুল ইসলাম টিয়া, কাচিহারা হাই স্কুলের প্রধান শিক্ষক শওকত হোসেন, মায়েদের মধ্যে রাফিয়া খাতুন সহ অন্যান্যরা বক্তব্যে দেন।  অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের প্রায় ২’শতাধিক  মায়েরা উপস্থিত ছিলেন।