কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৬


সকালের বাংলা প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ১:৩০ অপরাহ্ন / ২৩৪
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৬
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৬ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস গত ২০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভাধীন বালাটারী গ্রাম থেকে পানাকুরি গ্রামের মোঃ নুর ইসলাম (৪৮), বালাটারী গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৪২), মোঃ সরপেশ আলী (৫৬), মোঃ শাহজাহান আলী (৪৫), শাজাহান আলী (৪৮) ও মোঃ শাহ আলম (৪৫)কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ  উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।