কুড়িগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার


সকালের বাংলা প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন / ২২৭
কুড়িগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৩০ জানুয়ারি রাতে ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজের ওপর থেকে উত্তর বিদ্যাবাগীশ গ্রামের মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (২৪) ও মোঃ ফিরোজ উদ্দিন (২১)কে ৪৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


MD. JAHID
DISTRICT CORRESPONDENT,KURIGRAM
MOB: 01732439725