কুড়িগ্রামে মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবার
সকালের বাংলা
প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন /
১৮৪
জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আবদুল মালেক (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার পথে কাঁঠাল বাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসেরহাট আরডিআরএস বাজার এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মৃত্যু হয় আবদুল মালেকের।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার বিষয়টি থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :