ঢাকাTuesday , 26 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সকালের বাংলা
September 26, 2023 12:45 pm
Link Copied!

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র প্রধান পৃষ্ঠপোষক মোঃ এহেতেশাম রেজা’র সাথে কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র নব নির্বাচিত পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে তিনি নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি’র নব নির্বাচিত সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলা), সহ সভাপতি মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক খবরের কাগজ), শেখ হাসান বেলাল (আরটিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন), যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ (নিউনেশন), মাহমুদ হাসান (টাইমস অব বাংলাদেশ), আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার (আনন্দ টিভি), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (সময়ের আলো), দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ (দৈনিক নবচেতনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল (দৈনিক ঢাকা টাইমস), তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন (দৈনিক গণমুক্তি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন (দৈনিক প্রাইম), ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল-আজাদ (দৈনিক গণকণ্ঠ), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা ( দৈনিক একুশের সংবাদ),  নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী (এনটিভি), জাহিদুজ্জামান (নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন),  সোহাগ আহমেদ (দৈনিক আলোকিত সকাল), মিলন খন্দকার (মোহনা টেলিভিশন), কেএম শাহীন রেজা (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সেলিম রেজা রনি (চ্যানেল এস), ফয়সাল চৌধুরী (এশিয়ান টিভি, দৈনিক আমাদের নতুন সময়)।এসময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে পরিষদ  আসে তাদের দায়িত্ব ও কর্তব্য অনেক। বিশেষ করে সদস্যরা যে প্রত্যাশা ও আকাঙ্খা নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের অধিকার ও মর্যাদার বিষয়ে সচেষ্ট থাকতে হবে। জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা আরও বলেন, সংবাদ হতে দেশ এবং জাতির কল্যাণে। এমন কোন সংবাদ পরিবেশন করা উচিত নয় যা গণতন্ত্র ও উন্নয়ন অগ্রগতির পরিপন্থী। উন্নয়ন সাংবাদিকতা এই পেশায় এক নতুন মাত্রা যোগ করেছে। যা গণমাধ্যমকর্মীদের অনুসরণ করা উচিত।