খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য: আশুলিয়ায় এক ব্যক্তি গ্রেফতার!


সকালের বাংলা প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন /
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য: আশুলিয়ায় এক ব্যক্তি গ্রেফতার!

হেলাল শেখঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ।

 

মঙ্গলাবার (৮ এপ্রিল ২০২৫ইং) বেলা ১১ টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুর উপজেলার আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সাভার উপজেলার আশুলিয়া এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন তিনি। গত সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আশুলিয়া থানার পুলিশ জানায়, গত রবিবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের কমেন্ট বক্সে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন মো. এবাদুল ইসলাম।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম এটি লক্ষ্য করেন। পরে, তিনি এ ঘটনায় গতকাল রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী মামলা দায়ের করেন।