গুনেরগাঁতীতে স্বপ্নসারথী দলের কিশোরীদের  নিয়ে সেশন অনুষ্ঠিত 


সকালের বাংলা প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৪:১৫ অপরাহ্ন / ২৬৭
গুনেরগাঁতীতে স্বপ্নসারথী দলের কিশোরীদের  নিয়ে সেশন অনুষ্ঠিত 
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা গুনেরগাতী স্বপ্নসারথি দলের সপ্তম মাসের সেশন মানবাধিকার ও জেন্ডার,  আমাদের স্বপ্ন দেখার হাতিয়ার ২৫ জন কিশোরীদের নিয়ে সেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি -২০২৪) বিকেল ৩ টায় খোকশাবাড়ী   গুনেরগাঁতীতে কিশোরীদের নিয়ে উক্ত সেশন অনুষ্ঠান  পরিচালনা করেন, অফিসার (সেলপ)  মোঃ মাসুদ রানা
উক্ত সেশনে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির  জোনাল ম্যানেজার মোঃ সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান,  ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম এবং সিনিয়র অফিসার পিটি মোঃ আতিকুর রহমান।
ইউপি সদস্য ও সভাপ্রধান সাহিদা খাতুন সহ অন্যান্যরা।