ছাতকে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার


সকালের বাংলা প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৩:২২ অপরাহ্ন / ২৯৩
ছাতকে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাজনপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে গত শনিবার গভীর রাতে রাস্তার পাশে মাটিতে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে।

কৈতক এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন জানান, রাস্তার পাশে ওই নবজাতকের কান্নার আওয়াজ শুনে এগিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন ফুটফুটে এক নবজাতক। তিনি তাৎক্ষনিক এলাকার লোকজনদের ডেকে এনে  নবজাতক ওই শিশুকে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। নবজাতক শিশুটি পিঁপড়ার কামড়ে বেশ দূর্বল হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে ওই নবজাতকের মা-বাবার পরিচয় বা কোন সন্ধান পাওয়া যায়নি। কৈতক হাসপাতালের (আরএমও) ডা. রেজাউল ইসলাম জানান, স্থানীয় লোকজন নবজাতক টিকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। নবজাতকের এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে  সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে