ঢাকাThursday , 14 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

ছোনগাছায়  উচ্চ ফলনশীল বিজে আর আই তোষাপাট-৮ সম্প্রসারণ বিষয়ক  মাঠ দিবস অনুষ্ঠিত 

সকালের বাংলা
September 14, 2023 1:43 pm
Link Copied!

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে- ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর  উচ্চ ফলনশীল বিজে আর আই তোষাপাট-৮ সম্প্রসারণ বিষয়ক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বাস্তবায়নে- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর
বুধবার (১৩ সেপ্টেম্বর)  বেলা  ১২ টায় ছোনগাছা ইউনিয়নের পোটল ছোনগাছার মাছুয়াকান্দিতে তোষাপাট ফসলের উপর কৃষকের মাঠ দিবসে – প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,  অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ  শর্মিষ্ঠা সেন গুপ্তা –  এসময়ে কৃষক- কৃষাণীদের উদ্দেশ্য   তিনি বলেন, অল্পদিনেই ভালো ফলন হয় ১১০-১১৫ দিনে এ পাট কেটে জাগ দিয়ে  আঁশ তুলে শুকিয়ে পরবর্তীতে বিক্রি করা যায়। বি জে আর আই তোষা পাট-৮  স্থানীয় জাতের চেয়ে  বিজেআরআইএর সরবরাহকৃত জাতের ফলন বেশি হয় এবং  পোকামাকড়ের আক্রমণ কম হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাব্বির আহমেদ সিফাত, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ  খন্দকার শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপসকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল।
এ মাঠ দিবসের সভাপতিত্ব করেন, স্থানীয়  গণ্যমান্য কৃষক ওবায়দুল হক সোহেল।

উক্ত কৃষকের মাঠ দিবসে  স্থানীয় প্রায়  শতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।