জেলা প্রশাসনের অনুদান পাচ্ছে ফিলিং স্টেশনে নিহতদের পরিবারক


সকালের বাংলা প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন / ১২৫
জেলা প্রশাসনের অনুদান পাচ্ছে ফিলিং স্টেশনে নিহতদের পরিবারক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় গ্রীনলাইফ নামে একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ জনের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন।

এ সময় নিহতদের স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।

এছাড়াও  যারা বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছে, তাদের তালিকা করে চিকিৎসার জন্য আর্থিক সহয়তার আশ্বাস দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

অন্য দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার পরিদর্শন শেষে সদর হাসপাতালে হতাহতদের দেখতে আসেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এর পূর্বে রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর সদর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীনলাইফ নামের ওই ফিলিং স্টেশনে দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন।