1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরবাম:
সাভার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নাজমুল হুদা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর অধিদপ্তরে হস্তান্তর ২১তম জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জুনিয়র পুরুষ -জুনিয়র মহিলা বিভাগে রানার্স ট্রফি অর্জন করায় – জেলা প্রশাসকের অভিনন্দন ও সংবর্ধনা  উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন গ্রেপ্তার ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান: ৮০ হাজার টাকা অর্থদন্ড পৃথক অটোরিকশা মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯ থানা থেকে ওসি শাহ আলমের পলায়ন, প্রত্যাহার হলেন ওসি মহিবুল্লাহ! রাণীশংকৈলে পৌর কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত  ৫’শ.হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান

ঝাঐল ইউনিয়নে নৌকার প্রতিকে ভোট  চেয়ে আঃলীগের মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা হেনরী’র  পথসভা ও   গণসংযোগ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
 সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ২ নং  ঝাঐল ইউনিয়নে নৌকার প্রতিকে ভোট চেয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের  আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার  হেনরী পথসভা ও গণসংযোগ করছেন।
এসময়ে তিনি তার বক্তব্যে  বলেন- এই কামারখন্দ উপজেলায় উন্নয়ন আর উন্নয়ন   আর  অবহেলিত  জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করেছেন – বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।
এখন আর কেউ বলতে পারেন না কামারখন্দ যার বাড়ি তার কপাল মন্দ বা অবহেলিত। এসরকার কামারখন্দে -যত রাস্তার,ঘাট, ব্রীজ উন্নয়ন, নতুন নতুন সড়ক,  সরকারি কলেজ, সরকারি নতুন নতুন  বিল্ডিং, বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন বিশেষ করে    স্কুল- কলেজ সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। আর  গরীব  অসহায় ও দুঃস্থ   মানুষের জন্য পাশে রয়েছি আমরা / আওয়ামীলীগ ও তার নেতা কর্মীরা।
তাই আপনারা আরো উন্নয়ন করার সাথে থাকুন, বেকারত্ব সমস্যা দূরকরতে, সকল ধরনের ভাতার টাকা বৃদ্ধি করতে, জনগণকে ভালো রাখতে- “বঙ্গবন্ধুর প্রতিক” জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মার্কা, আমার তোমার মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কায় আগামী ৭ জানুয়ারি -২০২৪ খ্রীঃ সারাদিন সকল ভোটার ভাই -বোনেরা  নৌকা মার্কায় ভোট দিন। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনাদের পাশে আছি সবসময়  থাকবো আরো উন্নয়ন করবো  ইনশাআল্লাহ।
তিনি তার বক্তব্যে  আরো বলেন-  বিএনপি জ্বালাও  পোড়া মানুষ হত্যার এবং জনদূর্ভোগের রাজনীতি করে, তারা গনতন্ত্র ও সংবিধান মানেন না, তারা বিদেশি  প্রভুদের ঘাড়ে চড়ে পিছন দরজা দিয়ে ক্ষমতার খোয়াব দেখে এজন্য
জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই অপরাজনীতির অবসান হবে।
 তিনি স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন –  আর মাত্র ৭ দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই আপনারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রিয় জননেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌছে দিয়ে নৌকা মার্কা বিজয় করার লক্ষ্যে উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশ আসতে পারে সে ব্যবস্থা করবেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর -২০২৩) সকাল সাড়ে ৮ টায়  কামারখন্দ উপজেলার   ২ নং ঝাঐল ইউনিয়নের  কয়েকটি স্থানে পথসভায় বক্তব্যে কালে এবং  গণসংযোগকরে লিফলেট বিতরণ কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন ।
বিশেষ করে ৭ নং ওয়ার্ডের বাগবাড়ী গ্রামে
 বাড়ি বাড়ি গিয়ে  ভোট প্রার্থনা কালে এ নির্বাচনকে কেন্দ্র করে   নারী-পুরুষদের মাঝে উৎসাহ  উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময়ে স্থানীয় নেতাকর্মীরাএবং  নারী- পুরুষেরা  ” জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান  , বঙ্গবন্ধুর মার্কা নৌকা মার্কা,  উন্নয়নের মার্কা নৌকা মার্কা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কা নৌকা মার্কা, নেত্রী হেনরী ম্যাডামের মার্কা নৌকা মার্কা এসব শ্লোগানে মুখরিত করে।
   এসময়ে গণসংযোগকালে- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক  সম্পাদক মোঃ  আব্দুল ওয়াদুদ নাসির,  জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো, জেলা স্বেচ্ছাসেবক  লীগের সভাপতি মোঃ  জাকিরুল ইসলাম লিমন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ  আনোয়ার হোসেন সেখ, সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান মতিন চৌধুরী, ঝাঐল ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, উপজেলা পরিষদের  ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান সম্পা রহমান, আমিনুল ইসলাম, সহ-সভাপতি উপজেলা আওয়ামীলীগ, নাসির হোসেন সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি,সাকয়াত, সাধারণ সম্পাদক হাসান আলী খান, বদর উদ্দিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুসা সেখ মন্ডল, সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ  মুসা সেখ, সাধারণ সম্পাদক মোঃ খলিল সেখ, ৮ নং ওয়ার্ডের মেম্বার কুরমান আলো, হোসেন সহ স্থানীয়  আওয়ামীলীগের  যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ও আওয়ামী মহিলালীগ যুবমহিলা লীগের নেতাকর্মীরা এবং স্থানীয় নারী-পুরুষদের অনেকে উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews