ডক্টর ইউনূস সাহেবের সুনাম ক্ষুন্ন করতে একটি প্রতারক চক্র সক্রিয়


সকালের বাংলা প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন / ১২৭
ডক্টর ইউনূস সাহেবের সুনাম ক্ষুন্ন করতে একটি প্রতারক চক্র সক্রিয়

হেলাল শেখঃ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সুনাম ক্ষুন্ন করতে তার নাম বলে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ঢাকার আশুলিয়ায় বিনাসুদের ঋণ দিবে বলে ফরম ছাড়ছে। এক লাখ থেকে কোটি টাকা ঋণ দিবে বলে প্রতারণা জালিয়াতি করার পায়তারা করছে তারা।

 

সূত্র জানায়, পারভেজ ও রহমানসহ এই চক্রের অনেকেই বিভিন্ন সংগঠনের নাম ব্যবহার করে এই প্রতারণা করছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক ইমরান খাঁনকে বিভিন্ন হুমকি প্রদান করে এই চক্রের সদস্যরা।

 

জানা গেছে, এই প্রতারক চক্রকে আটক করতে র‍্যাব কর্তৃক অভিযান চালানো হলে আশুলিয়ার নরসিংহপুর থেকে অফিস পরিবর্তন করে অন্য স্থানে চলে যায়।

 

শনিবার (২৪ আগস্ট ২০২৪ইং) এ বিষয়ে জানতে চাইলে প্রতারণার কথা শিকার করেছে ওই চক্রের সদস্যরা।

 

এ বিষয়ে সমবায় সমিতির একাধিক মালিক বলেন, আমরাও শুনতে পারছি এরকম বিনাসুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দিবে এই চক্রটি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান সমিতির একাধিক মালিক ও সচেতন মহল।

 

উক্ত বিষয়ে পুলিশ প্রশাসনসহ গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীসহ সাংবাদিক ইমরান খাঁন।