ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমানের উদ্যোগে নৌকার প্রচারণা


সকালের বাংলা প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ২:০৯ পূর্বাহ্ন / ২৩২
ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমানের উদ্যোগে নৌকার প্রচারণা

হেলাল শেখঃ সোমবার বিকেলে ঢাকা-১৯ আসনের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লার উদ্যোগে নৌকা মার্কার প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে সবার কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চান আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। জানা গেছে, নৌকা মার্কার পক্ষে শুরু থেকে প্রচারণা চালাচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের সফল আহ্বায়ক কবির হোসেন সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এই যুবলীগ নেতা। ইয়ারপুর ইউনিয়নের ১নং সভাপতি মোখলেছুর রহমান মোল্লা বলেন, সবার কাছে দোয়া ও নৌকা মার্কায় ভোট চাই, উন্নয়নের মার্কা নৌকা, ঢাকা-১৯ আসনের নৌকা মার্কার প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ এনামুর রহমান একজন ভালো লোক, জয়ের মালা তারই হোক। সবার কাছে নৌকা মার্কায় আবারও ভোট চাচ্ছি, নৌকার জয় হবে ইনশাআল্লাহ।