ঢাকাMonday , 22 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

তীব্র শীতের কারণে হাকিমপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ 

সকালের বাংলা
January 22, 2024 2:03 pm
Link Copied!

গোলাম মোস্তাফিজার রহমান মিলন. হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
তীব্র শীত ও চলমান শৈত্য প্রবাহের কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩৭ টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক চিঠি প্রাপ্তির পরে বিকেল সাড়ে তিন টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় আগামী দুই দিন (২৩-২৪) তারিখ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা অফিসার। সেহেতু আমাদের উপজেলার সকল স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই দিন (২৩-২৪) জানুয়ারি পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। আজ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮:২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে আজ জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।