ডেস্ক রিপোর্ট | দৈনিক সকালের বাংলা
চার মাসের চিকিৎসা শেষ করে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
খালেদা জিয়াকে নিজ গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেন তারেক রহমান, যিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় গাড়ির পেছনের আসনে ছিলেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ — ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, আনুষ্ঠানিকতা শেষ করে স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতার আমিরের প্রদত্ত বিশেষ এয়ারক্রাফটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া।
বিদায় জানাতে সোমবার সকাল থেকেই হিথ্রো বিমানবন্দরের আশপাশে জড়ো হতে থাকেন ইউরোপ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিএনপি নেতাকর্মীরা। ব্যাংক হলিডে এবং বিরূপ আবহাওয়ার মাঝেও তারা উপস্থিত হয়ে দলনেত্রীকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।