
—সরদার কালাম কলারোয়া —
হু হু করে বাড়ছে নিত্যপন্যের দাম।ভোগান্তির কালো ছায়া নিয়ে দিনে দিনে সপ্তাহ গড়িয়ে দফায় দফায় বৃদ্ধি পেয়ে বর্তমান বাজারে কাঁচা মরিচ মান ও পন্যের ভিন্নতায় বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪৫০ – ৫০০ টাকা কেজি।
কিন্ত বিক্রেতারা ক্রেতাদের দরের মুখে ৫০০ টাকা কেজি বলতে লজ্জা পেয়ে একশো গ্রাম ৫০ টাকা দর বলে যথেষ্ট সস্তিবোধ করছে।
দেশ বাজারের এহেন পরিস্থিতিতে দরদামের মুখে ক্রেতা বিক্রেতা ৫০০ টাকা কেজি পরিবর্তে একশো গ্রাম ৫০ টাকার ব্যবহারিক কথোপকথনে বেশ তামাশামুলক আচরণ ও হতাশা ভোগান্তি এবং জীবনের অসস্তি প্রকাশ ঘটতে দেখা যাচ্ছে।কাঁচা মরিচের মান ও জাতের ভিন্নতায় হাটের প্রথম দিকে একেক দোকানে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও একপর্যায়ে ৩৫০ – ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
এযেনো আরেক খামখেয়ালী বাজার ব্যবস্থা গড়ে তুলেছে দোকান ব্যবসায়ীরা। রুখবে কে?
শুধুই কাঁচা মরিচে দ্রব্যমূল্যের বাজার অসস্তি সৃষ্টি করে থেমে নেই, অন্যান্য প্রয়োজনীয় নিত্যপন্যের বেলাও দিনে দিনে জনজীবন মহা দুর্দশা হতাশা আর ভোগান্তির সৃষ্টি করছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এতে সাধারণ ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি।বিপাকে পড়েছে গরীব মধ্যবিত্ত তথা নিম্ন আয়ের মানুষরা। এহেন পরিবেশ পরিস্থিতি আরো ভয়াবহ সকংট তৈরি করছে মধ্যবিত্তের জীবন যাপনে বলে জানান তারা।
জীবন মানের তীক্ততায় যাদেরকে নিয়ে কথিত আছে, বড়লোক মরে টাকার চিন্তায়, গরীব মরে পেটের ক্ষুধায় আর মধ্যবিত্ত মরে লজ্জায়।
ঠিক যেনো আজ বড় লোক শিল্পপতি কোটিপতিরা টাকার বিনিময়ে বের হতে পারলেও নিম্ন আয়ের মানুষর গরীব – মধ্যবিত্তের জীবনে তেমনি ভয়াবহ প্রভাব ফেলেছে বলে ভুক্তভোগীদের দাবি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার কারণে দাম বেড়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সাতক্ষীরা কলারোয়ার বিভিন্ন উপজেলা ইউনিয়ন বাজার খোঁজ নিয়ে নিত্যপন্যের সংবাদ এমনটাই উঠে আসছে।
কাঁচা মরিচ ও অন্যান্য নিত্যপন্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ তথা গরীব মধ্যবিত্তসহ সর্বস্তরের ক্রেতা সাধারণ।
জীবন মানের এমন তীক্ততা থেকে মুক্তি পেতে সকলেই মনে করছেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে আমদানী বাড়ানোসহ বিশেষ ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানো সময়ের দাবি।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :