1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরবাম:
সাভার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নাজমুল হুদা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর অধিদপ্তরে হস্তান্তর ২১তম জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জুনিয়র পুরুষ -জুনিয়র মহিলা বিভাগে রানার্স ট্রফি অর্জন করায় – জেলা প্রশাসকের অভিনন্দন ও সংবর্ধনা  উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন গ্রেপ্তার ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান: ৮০ হাজার টাকা অর্থদন্ড পৃথক অটোরিকশা মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯ থানা থেকে ওসি শাহ আলমের পলায়ন, প্রত্যাহার হলেন ওসি মহিবুল্লাহ! রাণীশংকৈলে পৌর কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত  ৫’শ.হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান

ধামইরহাটে মাদকদ্রব্যসহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে উপজেলার তাহেরপুর এবং মরড়ো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার বদলগাছী থানার লক্ষিকুল গ্রামে মৃত ছাফির উদ্দিনের ছেলে শাহিন মন্ডল (২৫), মুকুল মন্ডলের ছেলে শাহিদ হোসেন (২৫), ও কাস্টগাড়ী গ্রামের মৃত মাজেদ আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪৫) এবং ধামইরহাট থানার পূর্ব তাহেরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জাহাংগীর আলম (২৮) ও মোড়ল গ্রামের তফসের আলীর ছেলে সাবু মিয়া (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়- জাহাঙ্গর আলম, শাহিন মন্ডল, সাইফুল ইসলাম, সাবু মিয়া ও শাহিদ হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গত কয়েকদিন ধরে র‌্যাব গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে।

গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। পৃথক দুটি অভিযানে ধামইরহাট থানার তাহেরপুর ও মরড়ো এলাকা হতে  মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় ফেন্সিডিল-১০ বোতল, চোলাই মদ ২.৫ লিটার, গাঁজা-১৯ পুরিয়া ও টাপেন্টাডল ট্যাবলেট-০৯ পিস মাদক উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews