
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:-গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাইকগাছায় দুর্নীতি বিরোধী,র্যালি, মতবিনিময়, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এসকল কর্মসূচির শুরু তেই উপজেলা পরিষদ মিলনায়তন থেকে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনা বিষয়ক র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও পূরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন,উপজেলা নির্বাহী মাহেরা নাজনীন।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম,দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান,অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ।মডারেটর ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। বিচারক মন্ডলী ছিলেন,উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন আহমেদ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন,পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ,সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা,নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক অবপ্রাপ্ত অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ,প্রধান শিক্ষক অঞ্জলী রাণী শীল,সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব,সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান,হরিচাঁদ মন্ডল,সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল,মাহফুজা সুলতানা,জামিনুর ইসলাম,সুমন কুমার শীল।এসময় সুধীবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় অংশরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।বিতর্ক প্রতিযোগীতায় লক্ষ্মী খোলা কলেজিয়েট স্কুল ও ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনালে ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিক ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তামান্না আকতার। অপরদিকে,রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কপিলমুনি মেহরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইয়াসমিন তিথী, দ্বিতীয় সহচরী বিদ্যামন্দিরের মোঃ জাহিন জোয়াদ্দার ও তৃতীয় হয়েছেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এম সাজিদুর রহমান।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :