
রাজারবাগ, ঢাকা | ২৯ এপ্রিল ২০২৫
পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা অতীতে জনরোষের শিকার হয়েছেন। এখন সময় এসেছে সেই আস্থার ঘাটতি পুনরুদ্ধারের।”
তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের অন্যতম দায়িত্ব।”
এ সময় তিনি ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন। বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য পুলিশ বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :