নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
সনাতন ধর্মালম্বীদের আসন্ন সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অবাধ, সুষ্ঠু ও সুশৃংঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেছেন সেনা সদস্যরা। এ সময় তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং পুজা পালনে কোনো সমস্যার সৃষ্টি হলে তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার পরামর্শ দেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন সেনা সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইশতিয়াকের নেতৃত্বে সেনা সদস্যরা দুর্গাপূজার মন্দিরগুলো পরিদর্শন করেন। সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র মজুমদার বলেন, উপজেলায় এ বছর ৩৩ টি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।