গাজীপুর প্রতিনিধি : শাহীন আলম
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৪৫ মিনিট পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ জুলাই ও আগস্ট মাসের বেতন দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। এ কারণে প্রায় ৮০০ শ্রমিকের মধ্যে ৬০০-৭০০ জন আন্দোলনে যোগ দেন। তারা বলেন, বেতন না পাওয়ায় সংসার চালানো এবং বাড়িভাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ সময় মহাসড়কে বসে তারা স্লোগান দিতে থাকেন।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের ইন্সপেক্টর ফারুকুল আলম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরে তারা আলোচনার জন্য কারখানায় ফিরে যান।গাজীপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর শফিকুল আলম জানান, সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়, মালিকপক্ষ গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর এবং ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।