ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পেশাজীবী সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খানের নেতৃত্বে কেন্দ্রীয় দায়িত্বশীলদের একটি টিম বন্যা পরবর্তী পূনর্বাসনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং এলাকার ক্ষতিগ্রস্ত শিক্ষকদের মাঝে নগদ হাদিয়া প্রদান করা হয়। শিক্ষকদের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেন জাতীয় শিক্ষক ফোরাম কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মাদ মনিরুল ইসলাম বিএসসি। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, বুড়িচং জেলা সভাপতি মাওলানা গাজীউল হাসান প্রমুখ।
এ সময় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।