1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরবাম:
আইনজীবী সহকারী সমিতির, সিরাজগঞ্জের আয়োজনে তৃতীয় বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  উলিপুর প্রেসক্লাবের কমিটি গঠন, মমতাজুল হাসান সভাপতি ও লক্ষন সাঃ সম্পাদক অতিথি পাখির অভয়ারণ্য সদরপুরের বিভিন্ন জলাশয়।  কৃত‌্য পেশা‌ভি‌ক্তিক মন্ত্রণালয় চাই দাবিতে সিরাজগঞ্জে মৎস্য ক্যাডারদের মানববন্ধন আশুলিয়ায় ৬জনের মরদেহ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য গ্রেফতার ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অপর ১টি ট্রাক ধাক্কা দেয়ায় ২ জনের মৃত্যু রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের ৪০টি গির্জায় বড়দিন পালিত আদালতের রায় পাওয়া জমিতে প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিকদের সাথে খারাপ আচরণে এসআই ফয়সালকে প্রেসক্লাব থেকে  প্রত্যাহার সবার আগে বাংলাদেশ কনসার্টে নেটিজেনদের ৮৮% ইতিবাচক প্রতিক্রিয়া

বাইডেন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানালেন ববি হাজ্জাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার ঘোষণা দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশকে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্র সংষ্কার এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিটি পদক্ষেপে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের পাশে থাকবে বলেও আশাব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার বনানীস্থ এনডিএম কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান নির্ধারণ, সংষ্কার বিষয়ক দলীয় প্রস্তাবনা এবং পরবর্তী সাংগঠনিক কর্মসূচি নির্ধারণে এর নীতিনির্ধারণ পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন ববি হাজ্জাজ।
সভায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠককে স্বাগত জানানো হয়। একইসঙ্গে এনডিএমের নীতিনির্ধারণী পরিষদ দেশের পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টার সঙ্গে এই খাত সংশ্লিষ্টদের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে, সব পক্ষ তা মেনে নিবে বলে এনডিএম মনে করে।
ববি হাজ্জাজ বলেন, ‘শ্রমিক ভাইবোনদের উষ্কানি দিয়ে পরাজিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন সংক্রান্ত আমাদের বিভিন্ন সংষ্কার প্রস্তাবের মধ্যে থাকছে নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে স্বৈরাচার আওয়ামী সরকারের করা আইন বাতিল করে গ্রহণযোগ্য সার্চ কমিটির মাধ্যমে ইসি নিয়োগ করা, নির্বাচনি প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা, একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা, প্রার্থীদের হলফনামা যাচাইয়ে স্বতন্ত্র সংস্থাকে ক্ষমতায়ন করা, আচরণবিধি পর্যবেক্ষণে প্রার্থিতা বাতিলের ক্ষমতাসহ ম্যাজিস্ট্রেট মোতায়েন করা ইত্যাদি।
তিনি সভার প্রস্তাবনা প্রসঙ্গে বলেন, ‘সংবিধান সংষ্কার সংক্রান্ত আমাদের প্রস্তাবনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনায়ন করা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রবর্তন করা, সংবিধান সংশোধনে গণভোটকে বাধ্যতামূলক করা ইত্যাদি বিষয় থাকবে। তবে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, এসব সংষ্কারের প্রস্তাবনা কমিশন তৈরি করবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে।’
‘পুলিশ বাহিনীকে স্বতন্ত্র কমিশনের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আমরা প্রস্তাবনা তৈরি করছি। আমরা চাই, সরকারের আজ্ঞাবহ দলদাস বাহিনীতে পুলিশ বাহিনী যাতে পরিচালিত না হয় সেই লক্ষ্যে পুলিশের কোড অব কন্ডাক্টে পরিবর্তন আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ বাহিনীর জন্য আলাদা বিভাগ চালু করতে হবে যার প্রধান হবেন একজন দল নিরপেক্ষ পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এবং তার অধীনে আইজিপি থেকে পুলিশের অন্য কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন।’
তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবনায় আরও থাকবে, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানের নিয়োগ এবং তাদের কার্যক্রম তদারকি স্বতন্ত্র পুলিশ কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বিভাগের প্রধানের মাধ্যমে সম্পন্ন হবে।’
জনপ্রশাসন সংষ্কারের প্রধান ভিত্তি হতে হবে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার এবং জনবান্ধব সেবা নিশ্চিত করা। আমাদের প্রস্তাবনায় থাকছে, সরকারি সেবা গ্রহণে জনগণ যাতে কোন বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে সিভিল সার্ভিস আইনের প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংষ্কার করতে হবে। রাজনৈতিক বিবেচনায় জনপ্রশাসনে নিয়োগ এবং পদোন্নতি রোধ করার জন্য সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত প্রার্থীদের বাধ্যতামূলক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। দল নিরপেক্ষ বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি উচ্চক্ষমতা সম্পন্ন ‘সিলেকশন বোর্ড’ প্রার্থীদের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করবে। সরকারি চাকুরিতে সব ধরণের চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করতে হবে।
এনডিএম নীতিনির্ধারণী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী রবিবার বেলা ১১টায় ঘটিকায় বিপ্লব এবং রাষ্ট্র সংষ্কারের প্রতি সংহতি প্রকাশ করতে জাতীয় প্রেসক্লাবের সামনে “ছাত্র-জনতার সংহতি সমাবেশ” আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এতে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে ভূমিকা রাখা বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এনডিএম নীতিনির্ধারণী পরিষদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র দেয়া বাংলাদেশিদের নিয়ে মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস-চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews