ঢাকাMonday , 14 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

বাসে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণে নিহত ৩

সকালের বাংলা
October 14, 2024 1:16 pm
Link Copied!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় একটি যাত্রীবাহী বাসে গ্যাস রিফিলের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার মুক্তিগঞ্জ এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এমন দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন বলেন, ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছেন।

এছাড়াও ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-রামগতি সড়কে চলাচলকারী মেঘনা ক্লাসিক বাসটি রাত ১টার দিকে গ্রিন লাইফ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এ সময় বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বাসের আশপাশের থাকা লোকজন আহত হন। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত ৩ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাসে থাকা গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে।

গ্যাস পাম্পের সিকিউরিটি কর্মী হুমায়ুন  বলেন, বাসটিতে গ্যাস রিফিল করার সময় সেটি কেঁপে ওঠে। রিফিল কর্মী (নজেল ম্যান) দ্রুত গ্যাসের নজেল খুলে নেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশেপাশে থাকা লোকজন হতাহত হয়। বিকট শব্দে পাম্পের বিভিন্ন স্থানে থাকা কাচের গ্লাস ভেঙে পড়ে।