
শরিফুল ইসলাম ,ফরিদপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফরিদপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালাসী দুর্গাপুর আবুল হোসেন সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম উদ্দিন শেখ। ফরিদপুর জেলা প্রবাসী দলের সিনিয়র সহ-সভাপতি ও যুবদল আল-খোবার মহানগর (কেএসএ)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল ইসলাম এবং অম্বিকাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর মহিলা দল (উত্তর)-এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন শেখ, কবির হোসেন, আব্দুল জব্বার শেখ, কেরামত আলী, ইসুব আলী মাতুব্বর, জহির উদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখসহ আরও অনেকে।
এই আয়োজনে অম্বিকাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চার শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :