ঢাকাThursday , 13 February 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতায়িত মারা গেল নিশা, রাফসিও সংকটাপন্ন

সকালের বাংলা
February 13, 2025 6:59 am
Link Copied!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

 

 

 

লক্ষ্মীপুর জেলার রায়পুরে বিদ্যুতায়িত হয়ে জখম স্কুলছাত্রী মরিয়ম আক্তার নিশা (১২) নামে মারা গেছে এক জন।

 

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

আহত অপর ছাত্রী রাফসি আহসানের (১০) নামে আরেক জন অবস্থাও সংকটাপন্ন।

 

সমাজসেবক আমানত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, তাদের চিকিৎসার জন্য প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। কিন্তু নিশাকে আর বাঁচানো গেল না। রাফসির অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসক চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে। রাফসির একটি হাত কেটে ফেলা হয়েছে। দুটি পা কেটে ফেলা হবে।

 

গত ২২ জানুয়ারি দুপুরে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারাত্মক জখম হয়। নিশা পঞ্চম ও রাফসি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।