নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রায়পুরের মধ্য বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, ডিম, গ্যাস সিলিন্ডার, মুদি দোকান, ফার্মেসি এর উপর তদারকি করা হয়। বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর অফিস জানায়, সোমবার অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভুঁইয়া স্টোরকে ২ হাজার টাকা, জাকিরের সবজি দোকানকে ১ হাজার টাকা, মহসিন স্টোরকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মহামায়া ঔষয়ালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে রায়পুর উপজেলার জরিমানা করা হয়।
সর্বমোট ৪ টি প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, নির্ধারিত দামে বিক্রি না করার কারণেই তাদের এই জরিমানা করা হয়েছে। ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে অভিযানের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
সহযোগিতায় রায়পুর থানা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।