মোঃ মাছুম আহমদ, জুড়ী প্রতিনিধি:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪টায় উপজেলার ফুলতলা বিজিবি ক্যাম্পের উদ্যোগে ফুলতলা বাজারে এই সভা ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলতলা ক্যাম্প কমান্ডার মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম বটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এবং ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শায়েখুল ইসলাম সাদী। এসময় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একই দিবস উপলক্ষে ৫২ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা—বড়গ্রাম, লাতু, বিওসিটিলা, শিলুয়া, ফুলতলা ও বিয়ানীবাজার আইডিয়াল কলেজিয়েট স্কুলেও অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম।
এসব কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী (সিগন্যালস)। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় কঠোর নজরদারিতে রয়েছে। সীমান্তের প্রতিটি ইঞ্চি আমরা রক্ষা করতে বদ্ধপরিকর। মাদক এবং চোরাচালান প্রতিরোধে আমরা নির্ভীকভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সবস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”